Header Ads

Header ADS

স্থিতি এবং গতি (Rest and Motion) | পদার্থ বিজ্ঞান | ৯ম - ১০ম শ্রেণি | অধ্যায় - ২য়


















স্থিতি
: কোনো বস্তুর সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। এবং বস্তুটিকে স্থিতিশীল বস্তু বলে।

গতি: কোনো বস্তুর সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থান পরিবর্তন হওয়াকে গতি বলে। এবং বস্তুটিকে গতিশীল বস্তু বলে।

অবস্থানঃ তোমার বাড়ী কোথায়? এই প্রশ্নের জবাব থেকে আমরা জানতে পারব তোমার বাড়ীর অবস্থান। তুমি যদি বল তোমার বাড়ী রসুনপুর তাহলে তোমার কথা পুরোপুরি সত্য, কিন্তু এ থেকে আমরা তোমার বাড়ীর সঠিক অবস্থান জানতে পারব না। সঠিক অবস্থান জানতে গেলে তোমাকে অবশ্যই বলতে হবে কোথা থেকে, কোন দিক, কত দূরে। তাহলেই কেবল অবস্থান ঠিক ঠিক জানা যাবে। আমাদের প্রথমেই একটা জানা বিন্দু বা বস্তু ধরে নিতে হবে যার সাপেক্ষে অন্য বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। যেমন যদি বলা হয় আমাদের স্কুলের গেট থেকে তোমার বাড়ী পশ্চিম দিকে ১ কিলোমিটার দূরে, তাহলে এটির অবস্থান নিশ্চিতভাবে বলা যাবে

সুতরাং আমাদের আশেপাশে, আমাদের গ্রামে বা শহরে বা এই পৃথিবীতে কিংবা এই মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটি বিন্দুকে স্থির করে নিতে হয়। এই বিন্দুকে আমরা বলি প্রসংগ বিন্দু বা মূলবিন্দু
আর যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করি তাকে বলি প্রসঙ্গ কাঠামো।
আমাদের সুবিধামতো আমরা যে কোনো বিন্দুকে প্রসঙ্গ বিন্দু ধরতে পারি 
  • প্রসঙ্গ কাঠামো কেন দরকার- ব্যাখ্যা কর।
এ মহাবিশ্বের কোনো গতি এবং স্থিতি পরম নয়, বরং এর সকলেই আপেক্ষিক। অর্থাৎ কোনো বস্তুর স্থির বা গতিশল আছে কিনা তা বোঝার জন্য পর্যবেক্ষণ দরকার হয় যা পদার্থবিজ্ঞানের ভাষায় প্রসঙ্গ কাঠামো নামে পরিচিত। প্রসঙ্গ কাঠামোর গতি এবং লক্ষ্যবস্তুর গতি একই দিকে একই মানের হলে লক্ষ্যবস্তুটি আপেক্ষিকভাবে স্থির মনে হবে, আর সমান না হলে লক্ষ্যবস্তুটি পর্যবেক্ষক বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে লক্ষ্যবস্তুটি গতিশীল মনে হবে।
পরম স্থিতি : প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সে প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে পরম স্থিতি বলা হয়
পরম গতি : পরম স্থির কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল বস্তুর গতিকে পরম গতি বলেবস্তুত কোনো গতিই পরম গতি নয়.
আপেক্ষিক গতি : দুইটি গতিশীল বস্তুর প্রথমটির তুলনায় দ্বিতীয়টির গতিকে প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতি বলা হয় 

  •  স্থিতি ও গতির মধ্যকার পার্থক্য- ব্যাখ্যা কর।

এ মহাবিশ্বের সকল স্থিতি ও গতিই আপেক্ষিক, কোনোটিই পরম নয়। প্রসঙ্গ বস্তু ও আলোচ্য বস্তুর পারস্পরিক অবস্থান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে আলোচ্য বস্তুটিকে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থিতিশীল ধরা হয়। অপরদিকে গতি হলো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে একই বেগে কিন্তু একই দিকে চলছে না এরূপ আলোচ্য বস্তুর গতির অবস্থা, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল ধরা হয়।

  • এ মহাবিশ্বের সকল স্থিতিই  আপেক্ষিক, সকল গতিই আপেক্ষিক- ব্যাখ্যা কর।

পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে এবং পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। কিন্তু এ মহাবিশ্বের এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য ও তার গ্রহ, উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। কাজেই আমরা বলতে পারি এ মহাবিশ্বের সকল স্থিতিই আপেক্ষিক, সকল গতিই আপেক্ষিক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.