Header Ads

Header ADS

বিভিন্ন প্রকার গতি (Different Types of Motion) | পদার্থ বিজ্ঞান | ৯ম - ১০ম শ্রেণি | অধ্যায় - ২য়


সরল রৈখিক গতিঃ কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে। একটি বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা সোজা নিচের দিকে পড়ে , কাজেই সেটাও সরল রৈখিক গতি।
ঘূর্ণন গতিঃ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোন বিন্দুকে কেন্দ্র করে গতিশীল বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি ।

চলন গতিঃ যদি কোন বস্তু এমন ভাবে চলে যে এর সকল কণা একই দিকে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে তবে তার গতি কে চলন গতি বলে। কোন বইকে ঘুরতে না দিয়ে ঠেলে অন্য প্রান্তে নিয়ে গেলে এটি চলন গতির উদাহরণ হবে কারণ বইয়ের সকল কণা একই দিকে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে

পর্যাবৃত্ত গতিঃ কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোন নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে ঐ কণার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। উদাহরণঃ ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি

স্পন্দন গতিঃ যদি কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা তার পর্যায় কালের অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক তার বিপরীত দিকে চলে তবে ঐ কণার গতিকে স্পন্দন গতি বলে। উদাহরণ সরল দোলকের গতি, সুরশালাকার গতি

পর্যায়কালঃ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে। 
  • সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়- ব্যাখ্যা কর।

যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তু গতিকে ঘূর্ণন গতি বলে। অপরদিকে, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতি পথ কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
তাহলে দেখা যাচ্ছে, ঘূর্ণন গতিসম্পন্ন কোনো বস্তুর বৃত্তাকার গতিপথের যেকোনো বিন্দুকে বিন্দুকে নির্দিৃষ্ট সময় পরপর একই দিক হতে অতিক্রম করতে হয় বলে ঘূর্ণন গতি এক প্রকার পর্যাবৃ্ত্ত গতিও বটে। তবে সকল পর্যঅয়বৃত্তগতি সম্পন্ন বস্তুর গতি ঘূর্ণন গতি নয়, যেমন অল্প বিস্তারে সরল দোলকের গতি, যা পুরোপুরি রৈখিক গতি।
  • স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি- ব্যাখ্যা কর।

আমরা জানি, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আবার, কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সুতরাং দেখা যাচ্ছে, স্পন্দনগতি সম্পন্ন কোনো বস্তু তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই বেগে এই দিক হতে অতিক্রম করে বলে সংজ্ঞানুসারে এর গতি পর্যাবৃত্ত গতিও বটে। তাই স্পন্দনগতি এক প্রকার পর্যাবৃত্ত গতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.