৮ম শ্রেণি । বাংলাদেশ ও বিশ্ব পরিচয় । অধ্যায়-১ম । পার্ট-২
কে, কখন ঢাকার নাম জাহাঙ্গীর নগর করেন ?
১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি ঢাকা
অধিকার করে জাহাঙ্গীর নগর নমকরণ করেন।
১৫৭৬ সালে সম্রাট আকবরের সময় পশ্চিম বাংলা ও
উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসলেও আজকের বাংলাদেশ অংশ মোগলরা সহজে
দখল করতে পারেনি। বারোভূঁইয়া নামে পরিচিত পূর্ববাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ
প্রতিহত করেন। আকবরের সেনাপতি মানসিংহ অনেকবার চেষ্ঠা করেও বারোভূঁইয়াদের নেতা ঈশা
খাঁকে পরাজিত করতে পারেন নি। ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি ঢাকা অধিকার
করে তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নাম করেন জাহাঙ্গীর নগর ।
‘ওয়েস্টফালিয়ার চুক্তি’ কাকে বলে?
ওয়েস্টফালিয়ার একটি শান্তি চুক্তি। ১৬৪৮ সালে
ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে যে শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয়, তাকেই
ওয়েস্টফালিয়ার চুক্তি বলে। এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলে ইউরোপীয়
বিভিন্ন জাতি বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পরে এবং এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ।
বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা
হয়েছিল কিভাবে?
সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরউদ্দিন মুবারক শাহ
স্বাধীনতা ঘোষণা করলে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়।
উত্তর বাংলাজুড়ে প্রতিষ্ঠিত ছিল ইকলিম লখনৌতি, পশ্চিম বাংলায় ইকলিম সাতগাঁও
ও সোনারগাঁ। ১৮৩৮ সালে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরউদ্দিন মুবারক শাহ দিল্লির
মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করেন। এভাবে
প্রতিষ্ঠিত হয় বাংলার দুই শ বছরের স্বাধীন সুলতানি যুগ পর্ব। ১৫৩৮ সালে বাংলার
স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে।
বাংলায় মুসলমান শক্তির উত্থান হয়েছিল
কিভাবে?
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলমান শক্তির উত্থান হয়েছিল।
তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন
বখতিয়ার খলজি সেন রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলার একটি ছোট্ট অংশ দখল করেন।
১২০৪ থেকে ১২০৬ সাল পর্যন্ত বাংলার পশ্চিমে নদীয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ
বখতিয়ার খলজির দখলে ছিল। পূর্ব বাংলা এর অনেক কাল পর পর্যন্ত সেন শাসকদের অধীনে
ছিল। তবে বখতিয়ারের বাংলা অধিকারের মধ্য দিয়ে বাংলায় তুর্কি সুলতানদের শাসনের পথ
প্রশস্ত হয়েছিল। ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত
বাংলাজুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে।
কোন মন্তব্য নেই