Header Ads

Header ADS

৮ম শ্রেণি । বাংলাদেশ ও বিশ্ব পরিচয় । অধ্যায়-১ম । বারোভূঁইয়া

বারোভূঁইয়া কারা ছিলেন? 

মোগল সম্রাট আকবরের সময় ১৫৭৬ সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসলেও পূর্ববাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারেনি। বারোভূঁইয়া নামে পরিচিত পূর্ববাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমন প্রতিহত করেন। বারোভূঁইয়া শব্দটির অর্থ বারোজন ভূঁইয়া। যারা আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বেশিরভাগ সময় স্বাধীন বা অর্ধ-স্বাধীন শাসকরুপে তাঁদের নিজ এলাকা শাসন করেছিলেন। 

বারোভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও ঈশা খাঁকে পরাজিত করতে পারেন নি। ঈশা খাঁ ১৫৩৭ সালে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল পরগণায় জন্মগ্রহণ করেন। সম্রাট আকবর তাঁকে দেওয়ান ও মসনদ-ই-আলা উপাধিতে ভূষিত করেন। ১৫৯৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি মৃত্যুবরণ করেন। 
আকবরনামা’য় প্রাপ্ত ভাটিতে মুগলদের যুদ্ধবিগ্রহের বিবরণ অনুযায়ী ভূঁইয়াদের নিম্নলিখিত তালিকা  প্রস্তুত করা যেতে পারে: 
(১) ঈসা খান মসনদ-ই-আলা, 
(২) ইবরাহিম নরল, 
(৩) করিমদাদ মুসাজাই, 
(৪) মজলিস দিলওয়ার, 
(৫) মজলিস প্রতাপ, 
(৬) কেদার রায়, 
(৭) শের খান, 
(৮) বাহাদুর গাজী, 
(৯) তিলা গাজী, 
(১০) চাঁদ গাজী, 
(১১) সুলতান গাজী,
 (১২) সেলিম গাজী, 
(১৩) কাসিম গাজী।

তথ্যসূত্রঃ
http://bn.banglapedia.org/
https://bn.wikipedia.org/

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.