৮ম শ্রেণি । ICT | এ্যাসাইনমেন্ট
ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি সেবা
ভূমিকা:
আজকের
বিশ্বে বহুল আলোচিত ও সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডের মূল হাতিয়ার হচ্ছে তথ্য ও
প্রযুক্তি । প্রযুক্তির অনন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে জ্ঞান বিজ্ঞান ও
প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে অবদান রাখতে বর্তমান বাংলাদেশ সরকার সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশনের
মতন অত্যাধুনিক পদক্ষেপ নিতে শুরু করেছেন।
সেবাসমূহের তালিকা:
- ই-পর্চা
- ই-বুক
- ই-পুর্জি
- পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ
- ই-স্বাস্থ্য সেবা
- অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ
- টাকা স্থানান্তর
- পরিসেবার বিল পরিশোধ
- পরিবহন
- অনলাইন রেজিস্ট্রেশন
ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা:
ডিজিটাল
বাংলাদেশ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বমানের পরিসেবা দানকারী এমন
এক দেশ যেখানে স্বল্প ব্যয়ে, স্বল্প পরিশ্রমে, তথা স্বল্প সময়ে মানুষের হাতের কাছে প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন সেবা
পৌঁছে যাওয়ার নিশ্চয়তা ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ডিজিটাল বাংলাদেশ: ভিশন-২০২১' ঘোষণা করার পর থেকেই জাতীয় স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। যা বর্তমান সরকার ইতোমধ্যে অনেকাংশেই সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। ফলে বাংলাদেশের মানুষ এই প্রযুক্তি ভিত্তিক সেবা কার্যক্রমসমূহ হাতের কাছেই বা ঘরে বসেই গ্রহণ করছেন। যেমনঃ
- সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য, আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রকাশ করা হচ্ছে ফলে কম সময়ের মধ্যে তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
- দেশের সকল জেলার ই – সেবা কেন্দ্র থেকে ই – পর্চার মাধ্যমে আবেদনকারী জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিলের সত্যায়িত অনুলিপি সহজেই সংগ্রহ করতে পারেন।
- সহজভাবে শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন শ্রেণীর পাঠ্য পুস্তকের ই – বুক সংস্করণ তৈরি করা হয়েছে। যা থেকে শিক্ষার্থীরা যখন যেখানে ইচ্ছে শিখতে পারে।
- চিনিকলের পূর্জি স্বয়ংক্রিয় করার মাধ্যমে বর্তমানে কৃষকরা তাদের মোবাইল ফোনেই ই – পুর্জি পাচ্ছেন। ফলে এ সংক্রান্ত হয়রানির অবসান হয়েছে।
- পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করার ফলে বর্তমানে দেশের অধিকাংশ শিক্ষার্থীই ঘরে বসেই তাদের পরীক্ষার ফলাফল জানতে পারছে।
- টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
- অনলাইন ব্যাংকিং চালু করার মাধ্যমে আর্থিক লেনদেন সহজ এবং নিরাপদ করা হয়েছে ।
- গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা পৌছানোর ফলে গ্রামের কৃষকগন ফসল উৎপাদনের মৌসুম বা উপযুক্ত সময়, সার ও কিটনাশক প্রয়োগ সম্পর্কে জানতে পারছেন । ফলে কৃষকের সার্বিক অবস্থার পরিবর্তন হচ্ছে।
প্রযুক্তি সেবার গুরুত্ব:
দিন দিন প্রযুক্তি এতটাই উৎকর্ষ সাধন করছে যে, তা মানুষের নিত্য দিনের সঙ্গীর মত ভার্চুয়াল বন্ধু হয়ে উঠেছে। ফলে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে প্রযুক্তি সেবার গূরুত্ব। যেমনঃ
- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে।
- প্রশাসনিক কাজকর্ম অনেক বেশি গতিশীল, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে।
- কোন নির্দিষ্ট পরিষেবা স্বল্প সময়ে সম্পন্ন করতে।
- ঘরে বসেই বিভিন্ন পরিষেবা লাভ করতে।
- অনলাইনে চিকিৎসা প্রদান করতে।
- নিত্যনতুন সমস্যার সমাধান খুজতে।
- গবেষণা করতে।
- ব্যবসা ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রেসহ আরো অনেক ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম।
উপসংহার:
সম্ভাবনা উজ্জ্বল দুয়ারে দাঁড়ানো একটি দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষতিকারক দিকের আশঙ্কা ও সম্ভাবনা থাকলেও বর্তমানে আর ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে অস্বীকার করে উন্নতির পথ থেকে সরে আসার কোন সুযোগ নেই। তাই এর ক্ষতিকারক দিকগুলোকে পরিহার করে এ যুগের জীবনযাত্রা সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দেব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য। বাংলাদেশের উন্নতিকে ত্বরান্বিত করতে আধুনিক তথ্য-প্রযুক্তির নির্ভর দেশ গঠন করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
কোন মন্তব্য নেই