Header Ads

Header ADS

সপ্তম শ্রেণি । বিজ্ঞান । প্রথম অধ্যায় । অনুজীব জগৎ



অণুজীবঃ 

যে সকল ক্ষুদ্র এককোষী জীব খালি চোখে দেখা যায় না এবং নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত কোষ নেই তাদেরকে অণুজীব বলে। এরা প্রাককেন্দ্রিক, সুকেন্দ্রিক উভয় প্রকার হতে পারে। ব্যাক্টেরিয়া (Bacteria), ভাইরাস (Virus), ছত্রাক (Fungi), শৈবাল (Algae), প্রটোজোয়া(Protozoa), আরকিয়া (Archaea) ইত্যাদি জীব অণুজীবের অন্তর্গতএদের আদিজীবও বলা হয়।

 অনুজীবের বৈশিষ্ট্যঃ

অণুজীব খালি চোখে দেখা যায় না

এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত কোষ নেই

এরা প্রাককেন্দ্রিক বা সুকেন্দ্রিক বা উভয় প্রকার হতে পারে।

অণুজীবের শ্রেণিবিন্যাসঃ

মারগুলিস ও হুইটেকার পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবগুলোকে মনেরা, প্রোটিস্টা ও ছত্রাক রাজ্যে স্থাপন করেছেন। বর্তমানকালে অণুজীববিদগণের মতামত অনুযায়ী  অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হয়।

রাজ্য-১ : এক্যারিওটা বা অকোষীয় : এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন- ভাইরাস।

রাজ্য-২ : প্রোক্যারিওটা বা আদিকোষী : যে সব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা- ব্যাকটেরিয়া।

রাজ্য-৩ : ইউক্যারিওটা বা প্রকৃতকোষী : যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ ধরনের অণুজীব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.