Header Ads

Header ADS

সপ্তম শ্রেণি । বিজ্ঞান । প্রথম অধ্যায় । ভাইরাস (Virus)

 

ভাইরাস

যে সরলতম জীব শুধুমাত্র আমিষ আবরন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত এবং জীবিত কোষেই জীবনের কিছু কিছু লক্ষণ প্রকাশ করে তারাই ভাইরাস। ‘ভাইরাস’ অর্থ বিষ।

ভাইরাসকে অকোষীয় বস্তু বলা হয় কেন?

যে সরলতম জীব শুধুমাত্র আমিষ আবরন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত এবং জীবিত কোষেই জীবনের কিছু কিছু লক্ষণ প্রকাশ করে তারাই ভাইরাস।

ভাইরাস দেহ শুধুমাত্র আমিষ আবরন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত । এছাড়াও ভাইরাস দেহে কোষপ্রাচীর, প্লাজমালেমা,  সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই । তাই ভাইরাসকে অকোষীয় বস্তু বলা হয়।

ভাইরাসকে প্রকৃত পরজীবি বলা হয় কেন?

যেসব জীব জীবনধারণের জন্য আংশিক বা সম্পূর্ণভাবে অন্যপ্রজাতির জীবের উপর নির্ভরশীল তাদেরকে পরজীবী বলে ।

ভাইরাস দেহ শুধুমাত্র আমিষ আবরন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত এদের আমিষ আবরন থেকে নিউক্লিক এসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেইমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক এসিডকে একত্র করা হয়, তখনি এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোন লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবি বলা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.