Header Ads

Header ADS

Keyboard shortcuts Ctrl+C, Ctrl+V, Ctrl+Z, Ctrl+A not working in MS Word



আপনি বিভিন্ন প্রোগ্রামে কাজ করার সময় আপনার ল্যাপটপে অথবা ডেক্সটপে Keyboard shortcuts যেমন Ctrl+C, Ctrl+V, Ctrl+Z, Ctrl+A কাজ করলেও MS Word এ এই Keyboard shortcuts গুলো কাজ করছে না বা Ctrl+C কাজ করলেও  Ctrl+V কাজ করছে না। তাহলে MS Word এ কাজ করা আপনার জন্য খুবই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। চিন্তার কিছুই নেই আপনি এই পদ্ধতি অবলম্বন করে দেখুন। আপনার Keyboard shortcuts সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ।
  1. প্রথমে আপনি MS Word ওপেন করুন।
  2. File এ ক্লিক করে নিচের দিকে এসে Options এ ক্লিক করুন।
  3. এবারে Word Options নামের নতুন যে উইন্ডোটি ওপেন হয়েছে সেখান থেকে Customize Ribbon এ ক্লিক করুন।
  4. নিচের দিকে Keyboard Shortcuts এর Customize বাটনে ক্লিক করুন।
  5. Customize Keyboard এর নতুন যে উইন্ডো ওপেন হয়েছে তার Categories প্যানেলে Home Tab সিলেক্ট করুন।
  6. ডান পার্শ্বের Commands প্যানেল থেকে EditPaste এ ক্লিক করুন।
  7. নিচের Current keys বক্স ফাঁকা করে Press new shortcut key বক্সে Ctrl+V টাইপ করুন।
  8. অনুরুপভাবে অন্যান্য Shortcuts গুলো সেট করে নিন।
  9. এখন উইন্ডোটির নিচের বামে Assign এ ক্লিক করে উইন্ডোটি Close করে দিন।
  10. এবার Word Options OK করে MS Word প্রোগামটি Close করে আবার চালু করুন।

চেক করে দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।
যদি এই পোষ্টটি আপনার কাজে লাগে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।হয়ত তাদের অনেকের Keyboard shortcuts সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.